আপিলে রায় বহাল থাকার প্রত্যাশা চট্টগ্রামের বিশিষ্টজনদের

যুদ্ধাপরাধের অভিযোগে বদরপ্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রামের বিশিষ্টজনেরা আপিলেও এই রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 02:55 PM
Updated : 29 Oct 2014, 02:55 PM

বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনার মধ্যে চারটিতে নিজামীকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়। বাকি চারটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

রায়ের প্র্রতিক্রিয়ায় শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, “যার নেতৃত্বে বাঙালিদের গণহারে হত্যা করা হয়েছে, তার ফাঁসি ছাড়া অন্য কোনও শাস্তি হতে পারে না।”

গোলাম আযমের রায়ের পর নিজের বিষন্নভাব থাকলেও নিজামীর ফাঁসির রায়ে তা কেটে গেছে বলে জানান তিনি।

যুদ্ধাপরাধের মামলায় ৯০ বছরের সাজাপ্রাপ্ত গোলাম আযম সাজা ভোগের মধ্যেই গত বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আপিলের পরও কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন মুশতারী শফী।

নিজামীর রায়ে ‘আপাতত’ সন্তুষ্ট চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মাহফুজুর রহমান।

শেষ পর্যন্ত আপিলের রায়ের জন্য অপেক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমি আশাবাদী আপিলেও এ রায় বহাল থাকবে।”

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান তার প্রতিক্রিয়ায় বলেন, “এ রায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের আকাঙ্খার প্রতিফলন। এর মাধ্যমে তরুণ প্রজন্মের দাবির প্রতিফলন হয়েছে।

এদিকে রায়ের পর বিকালে ঢাকার মতো চট্টগ্রামেও আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বিকালে মঞ্চের কর্মীরা নগরীর চেরাগীর মোড় থেকে মিছিল নিয়ে আন্দরকিল্লা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪৩ বছর পর বাংলার স্বাধীন মাটি ‍কলংকমুক্ত হতে শুরু করেছে।

স্বাধীনতাবিরোধী জামায়াতী অপশক্তির শিরোমণি নিজামীর রায় যেন আপিল বিভাগেও অক্ষত থাকে সে দাবি জানানো হয় সমাবেশে।

পরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত জনতার মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের সদস্য সচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান প্রমুখ।