রাজশাহীতে ১২ শিবিরকর্মী আটক

মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর ডাকা হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে রাজশাহীতে ১২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 02:28 PM
Updated : 29 Oct 2014, 02:28 PM
বুধবার সন্ধ্যায় চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, উপজেলার নিমপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে ইকবাল হোসেন, আজাহার আলীর ছেলে আতাউর রহমান, ইব্রাহিম আলীর ছেলে ইকবাল হোসেন ফিরোজ ও আমির আলীর ছেলে রাজন।

ধর্মহাটা গ্রামের শহরাব আলীর ছেলে হোসেন আলী, আমিরুল ইসলামের ছেলে জামিরুল ইসলাম, কালাবীপাড়া গ্রামের ইমাজ আলীর ছেলে মুক্তার আলী ও আহাদ আলীর ছেলে নজরুল ইসলাম।

ভাটপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে জান মোহাম্মদ, হাবিবপুর গ্রামের চয়েন আলীর ছেলে আজমুল হক, বাসুপাড়া গ্রামের ইমাজ আলীর ছেলে রওশন আলী ও পুড়াভিটা গ্রামের মুনছুর রহমানের ছেলে মোশাররফ হোসেন।

চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা বলেন, নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে নাশকতার পরিকল্পনা করে নন্দনগাছী এলাকায় সংগঠিত হন আটক শিবিরকর্মীরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিবিরের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তিন দিন হরতালের কর্মসূচি দিয়েছে দলটি।

এরমধ্যে প্রথম দফায় হবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় হবে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা।