বৃহস্পতিবার হরতালের আওতামুক্ত রাঙামাটি

রাজবন বিহারে বৌদ্ধ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে রাঙামাটি জেলা বৃহস্পতিবারের হরতালের আওতামুক্ত রেখেছে জামায়েতে ইসলামী।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 01:23 PM
Updated : 29 Oct 2014, 01:23 PM
তবে, রোববার ও সোমবারের হরতাল সারাদেশের মতো এখানেও হবে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার রাঙামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সচিব হারুনূর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদানের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশের মতো রাঙামাটিতেও হরতাল আহ্বান করা হয়।

কিন্তু রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব থাকায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাঙামাটি জেলা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

তবে আগামী ২ ও ৩ নভেম্বর হরতাল হবে এ জেলায়।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তিন দিন হরতালের কর্মসূচি দিয়েছে দলটি।

এরমধ্যে প্রথম দফায় হবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় হবে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা।