হরতালে পিছিয়েছে চবির ভর্তি পরীক্ষা

জামায়াতে ইসলামীর হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকও চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 12:07 PM
Updated : 29 Oct 2014, 12:07 PM

এদিকে স্থগিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন দিনের সব পরীক্ষা। তবে জেএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।  

বুধবার ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের ‘জি’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা পরদিন শুক্রবার নেওয়া হবে।

এছাড়া  ২ নভেম্বর ‘ই’ ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষা ৪ নভেম্বর এবং ৩ নভেম্বরের ‘বি-২’ থেকে ‘বি-৭’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষা ৬ নভেম্বর হবে।

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার এই হরতাল ডাকে দলটি।

এরপর বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বৃহস্পতি, রবি এবং সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bdwww.nubd.info) ও সংবাদপত্রে প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা চলছিল।

জেএসসি-জেডিসির রবি ও সোমবারের পরীক্ষা হবে কি না, তা বুধবার সাংবাদিকদের জিজ্ঞাসায় স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, “পরীক্ষা পেছানোর বিষয়টি আমরা এখনও বিবেচনায়ই নিচ্ছি না। হরতাল হটান, হরতাল বন্ধ করেন।”

আগামী ২ নভেম্বর থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।