চট্টগ্রামে ১৭ শিবিরকর্মী আটক

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 11:48 AM
Updated : 29 Oct 2014, 11:48 AM
বুধবার বেলা সাড়ে ১২টার শাহ আমানত সেতু , হালিশহর ও গণি বেকারি মোড় থেকে তাদেরকে আটক করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত  জানিয়েছেন।

এর মধ্যে হালিশহর ছোটপুল কাঁচা বাজার এবং শাহ আমানত সেতু এলাকা থেকে পাঁচজন করে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা তানভীর জানান, নিজামীর রায়ের পর হালিশহর এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

আর শাহ আমানত সেতু এলাকায় জড়ো হয়ে নাশকতার চেষ্টার সময় আরো পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

প্রায় একই সময়ে নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে আটক হয় সাত শিবিরকর্মীকে।

কোতয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, আটকরা মাদ্রাসাটির সামনে ‘নাশকতা সৃষ্টির জন্য’ জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।