জামায়াতের হরতালে ঢাকায় বাস চালানোর ঘোষণা

দলীয় প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর জামায়াতের ডাকা তিন দিনের হরতাল উপেক্ষা করে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 10:44 AM
Updated : 29 Oct 2014, 10:44 AM

যুদ্ধাপরাধের দায়ে নিজামীকে মৃত্যুদণ্ডের রায় বুধবার দুপুরে ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জামায়াত বৃহস্পতিবার, রোববার ও সোমবার হরতালের ডাক দেয়।

ওই হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা সড়ক পরিবহন সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “উচ্চ আদালতের বিরুদ্ধে হরতাল আহ্বান অগণতান্ত্রিক এবং আদালত অবমাননা। জনবিরোধী এ হরতাল মালিক-শ্রমিকরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”

সিলেট সংঘর্ষ

রায়ের প্রতিক্রিয়ায় হরতাল ডাকার পর সিলেট, রাজশাহীসহ বিভিন্ন স্থানে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এর মধ্যেই ঢাকার পরিবহন মালিকরা বাস চালানোর ঘোষণা দিল।

স্বাভাবিক দিনের মতো হরতালের ওই তিন দিনও ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে বাস ও মিনিবাস চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাত্রী পাওয়া গেলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাসও চলবে বলে ঢাকা সড়ক পরিবহন সমিতি জানিয়েছে।