বরিশালে পিটুনিতে ২ 'চোর' নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় চোর সন্দেহে জনতার পিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 10:14 AM
Updated : 29 Oct 2014, 10:14 AM

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, বুধবার ভোর রাতের দিকে সরিকল ইউনিয়নের চরসরিকল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামের হাসানাত সরদারের ছেলে মোদাচ্ছের আলী (৩৫) ও মাদারীপুরের হাজীরহাওলা গ্রামের হানিফ হাওলাদারে ছেলে রফিক হাওলাদার (৩৮)।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সরোয়ার আলম জানান, ভোর রাতের দিকে চরসরিকল গ্রামে তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য কামরুল ইসলামের বসত ঘরের সিঁদ কেটে প্রবেশ করে দুই চোর।

গৃহকর্তা কামরুল টের পেয়ে একজনকে ঝাপটে ধরে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা ছুটে এসে দুই চোরকে আটকের পর পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় মোদাচ্ছের।

গুরুতর অবস্থায় রফিককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হবে বলে জানান গৌরনদীর ওসি আবুল কালাম।