সন্ত্রাসীর গোলাগুলিতে শিশু নিহত, আহত ৫

নরসিংদী শহরে দুটি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এক শিশু নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন নারীসহ অন্তত পাঁচ জন।  

নরসিংদী প্রতিনিধি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 09:48 AM
Updated : 29 Oct 2014, 09:48 AM
নরসিংদী সদর থানার ওসি কে এম আবুল কাশেম জানান, বুধবার সকাল ১১টার দিকে শহরের চৈতাল পাড়া এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষ হয়।  

নিহত স্বপন মিয়া (১২) একটি কারখানার শ্রমিক ছিল। তার বাড়ি শহরের বকুল তলা এলাকায়।

আহতদের মধ্যে শফিক মিয়া (৩৫) সংঘর্ষে জড়িত একটি দলের নেতা। তার পায়ে গুলি লেগেছে।  

বাকি আহতরা হলেন-শাহাদদাত হোসেন (৪২), বিউটি সাহা (৪২), স্বপন সাহা (৩৩) ও শওকত হোসেন (৪২)। এরা সবাই পথচারী।  

এদের মধ্যে শাহাদদাত ও স্বপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শফিকসহ অন্য তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যস্ত এলাকাটিতে হঠাৎ করেই শফিক ও সোহেল গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা গোলাগুলি শুরু করে।

সংঘর্ষের এক পর্যায়ে মাথার পেছন দিকে গুলি লেগে শিশুটি ঘটনাস্থলেই স্বপন মিয়ার মৃত্যু হয়। ১০/১৫ মিনিট পরে পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা কাশেম বলেন, ঘটনার পর থেকেই শহরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।