নিজামীর ফাঁসির দাবিতে শাহবাগে গণজমায়েত

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘিরে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চসহ বেশ কয়েকটি সগঠনের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 06:18 AM
Updated : 29 Oct 2014, 06:32 AM

বুধবার বেলা ১১টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে জাতীয় জাদুঘরের দক্ষিণ পাশে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি মাইকে নিজামীর ফাঁসির দাবিতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এছাড়া কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে জাতীয় জাদুঘরের বাম পাশে অবস্থান নেয় মঞ্চের আরেকটি অংশ। তারাও বেশ কয়েকটি মাইকে নিজামীর ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন।

এই দুই অংশের মাঝে জাসদ ছাত্রলীগের নেতাকর্মী ও ‘অপরাজেয় বাংলা’ নামে একটি সংগঠনের সদস্যরা একাত্তরে আলবদর প্রধান নিজামীর ফাঁসি চেয়ে বিক্ষোভ করছেন।

গত বছর মানতাবিরোধী অপরাধী ও জামায়াত নেতা কাদের মোল্লার বিচারের রায়ে সবোর্চ্চ শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ ছাত্র জনতার অংশগ্রহণে তৈরি হয় গণজাগরণ মঞ্চ।

এরপর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রতিটি রায়ের আগেই তারা শাহবাগে অবস্থান নিয়ে আসছে।