চিকিৎসার জন্য ভারত গেলেন ক্যান্সারাক্রান্ত সাংবাদিক জাকির

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 06:06 PM
Updated : 28 Oct 2014, 06:06 PM

মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন জাকির। তাকে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হবে।

সমবেদনা ও সহযোগিতার জন্য মুম্বাই যাওয়ার আগে কৃতজ্ঞতা জানিয়েছেন জাকির। তিনি সবার দোয়াও চেয়েছেন।

দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা করছেন জাকির। সেরা প্রতিবেদনের জন্য তিনি ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান।

দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ ও দৈনিক যুগান্তরে কাজ করেন জাকির। আলোকিত বাংলাদেশ’র প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্বে ছিলেন জাকির।

মুখে ক্যান্সার ধরার পড়ার পর জাকিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।