পাসপোর্ট নিয়ে ‘দালালিতে’ ২৮ জনকে সাজা

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ ও এক আনসারসহ ৩০ জনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 05:34 PM
Updated : 28 Oct 2014, 05:35 PM

এদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আটক কনস্টেবল ফিরোজ হোসেন (৩৫) ও আনসার সদস্য আলতাফ হোসেনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব ২ এর অপারেশন অফিসার মারুফ হোসেন জানিয়েছেন।

ফিরোজ রাজারবাগ পুলিশ লাইনসে নিয়োজিত।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, “এরা সবাই দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিস এলাকায় জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা পাসপোর্ট তৈরি করে দেবার কথা বলে জনগণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।”

এদের মধ্যে ১১ জনকে ছয় মাস, ১১ জনকে তিন মাস এবং ছয় জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।