৩০ অক্টোবর পদ্মায় মাটি পরীক্ষার কাজ শুরু: সেতুমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের মাটি পরীক্ষার কাজ আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 04:26 PM
Updated : 28 Oct 2014, 04:26 PM
মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মনিটরিংয়ে শতভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে।

“আগামী ১৫ নভেম্বরের মধ্যে নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে। পদ্মা সেতুর অনেক মালামাল মাওয়ায় পৌঁছেছে, আরও মালামাল আসার পথে রয়েছে। বিদেশি প্রকৌশলীরাও তাদের কাজ শুরু করেছেন।”

শিগগিরই মূল সেতু নির্মাণের কাজ শুরু হবে, বলেন কাদের।
মন্ত্রী জানান, আগামী ১২ নভেম্বর থেকে সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন-করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

“এরপর এসব অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়ক-মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান জোরদার করা হবে।”