নাটোরে জুয়েলার্সে ডাকাতি, আহত ৩

নাটোর শহরে হাতবোমা ফাটিয়ে একটি জুয়েলার্সে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 03:40 PM
Updated : 28 Oct 2014, 03:40 PM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের পিলখানা মোড়ের কারুকাঞ্চন জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী বাবুল কুমার দাস সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে আটজন যুবক একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে করে কারুকাঞ্চন জুয়েলার্সের সামনে এসে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এ সময় আশপাশের শতাধিক স্বর্ণের দোকান মুহূর্তে বন্ধ হয়ে যায়। থচারীরা ছোটাছুটি শুরু করে। এভাবে দশ মিনিট ধরে ডাকাতি করে তারা বড় একটা ব্যাগ নিয়ে লালবাজারের দিকে চলে যায়।

এরপর পুলিশ এসে ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে।

বাবুল দাশ জানান, ডাকাতদের চাইনিজ কুড়ালের কোপে ও ককটেলের বিস্ফোরণে দোকানের ব্যবস্থাপক অশোক কুমার মৈত্র (৪৩) গুরুতর আহত হন। তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এছাড়া দোকানের আহত দুই কর্মচারী সুমন চন্দ্র (৩৬) ও প্রদীপ প্রচন্ডকে (৫৮) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার  বাসুদেব বণিক জানান, পুলিশ জুয়েলার্সের ভেতর থেকে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুলিশ সব দিক মাথায় রেখে রাতেই ঘটনার তদন্ত শুরু করবে বলে জানান এসপি বাসুদেব বণিক।

ঘটনার খবর পেয়ে নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার  বাসুদেব বণিক, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ভবতোষ চন্দ্র কর্মকার বলেন, “একের পর এক এভাবে লুটতরাজ হলে আমরা ব্যবসা করবো কীকরে?”