কুবির সেমিস্টার পরীক্ষার ফল ওয়েবসাইটে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘রেসপনসিভ ওয়েবসাইটে’ প্রথমবারের মতো সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 02:37 PM
Updated : 28 Oct 2014, 03:33 PM
মঙ্গলবার দুপুরে নৃবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার ফাইনালের ফলাফল প্রকাশ করা হয়।

গত ২২ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘রেসপনসিভ ওয়েবসাইট’ উদ্বোধন করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এই প্রথম আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করলাম। এখন থেকে যেকোনো তথ্য, ইন-কোর্সের নম্বরসহ সকল তথ্য উপাত্ত বিশ্ববিদ্যালয়ের রেসপনসিভ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।”

আগে বিভিন্ন নোটিশ ও প্রয়োজনীয় তথ্য ঠিকমত শিক্ষার্থীরা পেত না। এখন থেকে সকল তথ্য ওয়েবসাইটে থাকবে এবং শিক্ষার্থীরা যেকোনো সময় তা ভিজিট করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবে বলে জানান তিনি।