সংসদ বসছে ১৩ নভেম্বর

প্রায় দুই মাস বিরতির পর আগামী ১৩ নভেম্বর দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 02:19 PM
Updated : 28 Oct 2014, 02:19 PM
প্রথম দিনের অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন বলে মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। 

গত ১৮ সেপ্টেম্বর শেষ হয় সংসদের তৃতীয় অধিবেশন। ওই অধিবেশনে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে সংবিধানের ১৬তম সংশোধনী পাস হয়।