সুন্দরগঞ্জে পুলিশ হত্যা: আরেকজন গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলায় চার পুলিশ সদস্য নিহতের মামলায় এরক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 01:10 PM
Updated : 28 Oct 2014, 01:10 PM

মঙ্গলবার বিকালে উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে জামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জনান,গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার চার পুলিশ সদস্য হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি জামাল উদ্দিনকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামাল উদ্দিন পুলিশ হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানান তিনি।

এর আগে চলতি বছরের ২৩ জুলাই রাতে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে থেকে পাঁচ আসামি গ্রেপ্তার হয়।

এ নিয়ে  মামলায় অভিযুক্ত ২৩৫ আসামির মধ্যে ১১৫ জন গ্রেপ্তার হলেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর কয়েকহাজার সশস্ত্র জামায়াত-শিবির নেতাকর্মী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পাঁচ হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়।