শেরপুর ছাত্র শিবির সভাপতি রিমান্ডে

শেরপুর জেলা ছাত্র শিবির সভাপতি ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 11:37 AM
Updated : 28 Oct 2014, 11:37 AM

সোমবার রাতে জেলা শহরের সজবরখিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন মুখ্য বিচারিক হাকিম শরিফুল ইসলাম।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় আরও তিনটি মামলা রয়েছে।

শেরপুর আদালতের ইন্সপেক্টর মতিউর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করেছেন।

আসামি ও রাষ্ট্রপক্ষে শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফরহাদ ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।