অরাজকতা হলে ‘কঠোর ব্যবস্থা’

জামায়াত আমির মতিউর রহমান নিজামীর রায় ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 08:32 AM
Updated : 28 Oct 2014, 08:39 AM

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
 

দুই দফা পেছানোর পর বুধবার নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।

ফাইল ছবি

যুদ্ধাপরাধের মামলার প্রতিটি রায়ের দিনই হরতাল ডেকে বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে জামায়াত ও এর ছাত্র সংগঠন শিবির।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের পর দেশজুড়ে তারা ব্যাপক তাণ্ডব চালায়। সে সময় সহিংসতায় প্রাণ হারায় পুলিশসহ অর্ধশতাধিক।

এছাড়া দুই শতাধিক আহত, বহু গাড়ি-দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের মন্দির-ঘরবাড়ি ভাংচুর করা হয়।

এসব মাথায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার যে কোনো ব্যবস্থা নেবে।”