অপহৃত ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে অপহরণের সাত দিন পর এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 06:09 AM
Updated : 28 Oct 2014, 06:09 AM

একই সময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও আটকও করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাস্তল গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে (৪৮) শিকলে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন, ওই বাড়ির গৃহকর্তা এনামুল হক (৪০), মহেশরোহালী গ্রামের  হাফিজুল ইসলাম (২০) এবং নাটোরের লালপুর উপজেলার কাশাহাটা গ্রামের

 ফয়সাল আহম্মেদ (৩৪)। 

এ ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে আরও তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা যাচাই করা হচ্ছে।”

তবে তাদের পরিচয় জানাননি তিনি।

পুলিশ জানিয়েছে, কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফা শাহজাদপুরের ছোট মহারাজপুর গ্রামের বাসিন্দা। গত ২০ অক্টোবর সকালে বাজারে আসার পথে তাকে অপহরণ করা হয়। দুই দিন পর অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযোগ আসার পর থেকেই বিভিন্ন স্থানে অভিযান শুরু করে ডিবি পুলিশ। কৌশলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেন তারা।

সোমবার সন্ধ্যায় মহেশরোহালী এলাকায় ১০ লাখ টাকা নিতে এলে অপহরণ চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের ছোড়া গুলিতে ফয়সাল আহত হলে তাকেসহ সহযোগী হাফিজুলকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে এনামুলের বাড়িতে মোস্তফাকে পাওয়া যায়।

আহত অপহরণকারী ফয়সালসহ উদ্ধার মোস্তফাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।