ইলিয়াসকে মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ৫৮ লাখ টাকাসহ আটক ইলিয়াস ভুঁইয়াকে মুদ্রা পাচারের মামলায় মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 03:25 PM
Updated : 27 Oct 2014, 03:25 PM

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের শুনানি নিয়ে সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার দুদক ইলিয়াসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

কমিশনের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, কারাগার থেকে ইলিয়াসকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে শুনানি করা হয়।

গত ১৪ অক্টোবর এক আইনজীবীর মোবাইল ফোনে জেএমবি সদস্য পরিচয়ে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকির পর আদালত এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি প্রায় ৫৮ লাখ টাকাসহ ইলিয়াসকে আটক করে।

অভিযোগ রয়েছে, আদালত ভবন এলাকায় অবস্থিত জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার এক কর্মচারীকে দিতে এসব টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।  

এ ঘটনায় এলএ শাখার কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর শাখাটির ১২ কর্মচারীকে বদলি করা হয়।

এ ঘটনায় পুলিশ শুরুতে ইলিয়াসকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে। পরে ২০ অক্টোবর ইলিয়াসের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে কোতোয়ালী থানায় পুলিশ একটি মামলা করে।

আদালত মামলার বিষয়টি জানার পর ইলিয়াসকে আর রিমান্ডে পাঠায়নি।