টাঙ্গাইলে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন, আহত হন এক পরিবারের দুজন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 03:03 PM
Updated : 27 Oct 2014, 03:03 PM
সোমবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের একজন হলেন অটোরিকশা যাত্রী কালিহাতীর নারান্দিয়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শিরিন বেগম (৩৬)।

নিহত অটোরিকশা চালকের নাম জানাতে পারেনি পুলিশ।

মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই শিরিন বেগম নিহত হন।

এছাড়া শিরিনের ছেলে মেহেদী হাসান (১৪), মেয়ে সাথিয়া (৩) ও সিএনজি চালক আহত হন।

তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সিএনজি চালকের মৃত্যু হয়।