আমন: ৩২ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে তিন লাখ টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 09:04 AM
Updated : 27 Oct 2014, 07:14 PM

চালের এই দাম গত আমন মৌসুমের সংগ্রহমূল্য থেকে দুই টাকা বেশি। গতবছর ৩০ টাকা কেজি দরে সাড়ে তিন লাখ চাল সংগ্রহ করেছিল সরকার। এই হিসাবে এবার সংগ্রহের পরিমাণ কিছুটা কমছে।

আগামী ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি এবারের আমন সংগ্রহ কার্যক্রম চলবে।

সোমবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “কৃষকের স্বার্থ ও সার্বিক অবস্থা বিবেচনা করে আমনের সংগ্রহ মূল্যে নির্ধারণ করা হয়েছে। এবার প্রতিকেজি আমন ধানের উৎপাদন ব্যয় পড়েছে ১৮ টাকা এবং চালের উৎপাদন খরচ ২৮ টাকা।”

এই সংগ্রহ কর্মসূচির আওতায় এবার কেবল চাল কেনা হবে বলে জানান মন্ত্রী।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ টন খাদ্যশষ্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “গত বছরের একই সময়ের তুলনায় এখন পর্যন্ত ৩ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ রয়েছে।”

বর্তমানে দেশে চালের বাজার স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।