শরীয়তপুরে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

শরীয়তপুরের তুলাসার গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধারের পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 07:25 AM
Updated : 26 Oct 2014, 07:25 AM

পালং মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদুল হক জানান, শনিবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি শরকী, সাতটি টেটা, চারটি রাম দা ও পাঁচটি ঢাল। 

পুলিশের ধারণা, তুলাসার ইউনিয়নের বিবদমান দুই দল মতি মুন্সি ও আনোয়ার সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল।

আটক ব্যক্তির নাম- দলিল উদ্দিন।

এদিকে, শনিবার গভীর রাতে শহরে টহল দেওয়ার সময় চৌরঙ্গী এলাকা থেকে সন্দেহভাজন এক চোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই তদন্ত কর্মকর্তা।

আটক আলমগীরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শাশিয়ালী গ্রামে। এ সময় তার দেহ তল্লাশি করে বিভিন্ন ধরনের ৪৭টি তালার চাবি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা সে (আলমগীর) শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় চুরি করে থাকে।

আটক দুজনের বিরুদ্ধে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ফরিদুল।