হরতালে স্বাভাবিক চট্টগ্রাম

হজ নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে ইসলামী দলগুলোর ডাকা হরতালে সাড়া নেই বন্দরনগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 06:35 AM
Updated : 26 Oct 2014, 09:00 AM

রোববার সকাল থেকে নগরী ও জেলার কোথাও কোন ধরনের নাশকতা ও মিছিল সমাবেশের খবরও পাওয়া যায়নি। হরতাল সমর্থক দলগুলোর কোন নেতাকর্মীদেরও দেখা মেলেনি রাস্তায়।

হরতালের ভোর থেকে গণপরিবহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে শুরু করেছে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে বিভিন্ন সড়কে।

নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও নিয়মিত কাজ চলছে।

নগরী থেকে দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে না গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর কোথাও কোন ধরনের নাশকতা বা মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি।

তিনি জানান, গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনও চলাচল করছে বিভিন্ন সড়কে।

এদিকে, চট্টগ্রামের জামায়াতের ঘাঁটি বলে পরিচিত সাতকানিয়া-লোহাগাড়ায়ও কোন ধরনের সহিংসতা বা মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।

তিনি জানান, চট্টগ্রাম কক্সবাজার সড়কে যানচলাচল কম থাকলেও ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক আছে। বেলা বাড়ার সাথে যানবাহনের চলাচলও বাড়তে শুরু করেছে।