পাচারের সময় বেনাপোল সীমান্তে ৩ নারী উদ্ধার

বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিন নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 04:57 AM
Updated : 26 Oct 2014, 04:57 AM

শনিবার রাতে সীমান্তের কাছে আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান।

এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও দুজন পাচারকারীকে পলাতক দেখিয়ে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলে বেনাপোল বন্দর থানার পরিদর্শক অপূর্ব হাসান জানান। 

আসামিরা হলেন- টগর আলি (৩০) ও বাবু সর্দার (৩৫)। তারা দুজনেই বেনাপোলের বারোপোতা গ্রামের বাসিন্দা।

উদ্ধার তিন নারী হলেন- খুলনার ডুমুরিয়া এলাকার সমির আলির স্ত্রী জামিলা খাতুন, জেন্টু মিয়ার স্ত্রী জবেদা খাতুন এবং যশোরের মনিরামপুরের গণপতি বিশ্বাসের স্ত্রী তৃপ্তিরানী বিশ্বাস।

সুবেদার সামছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে ওই তিন নারীকে পাচার করছিল।”

উদ্ধার তিনজনকে বন্দর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রোববার তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।