টাঙ্গাইলে শ্রমিক লীগ কর্মী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

টাঙ্গাইলে শ্রমিক লীগের দুই নেতা-কর্মীকে আটকের পর তাদের দেওয়া তথ্যে দলীয় কার্যালয়ের পাশে একটি পাবলিক টয়লেটের ছাদ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2014, 04:45 AM
Updated : 26 Oct 2014, 04:45 AM

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নিরালা মোড়ে শ্রমিক লীগের কার্যালয়ের পাশে ওই অভিযান চালানো হয়।

পাবলিক টয়লেটের ছাদ থেকে ১৩টি রামদা, ১৪টি ফলা, চার শতাধিক বাঁশের লাঠি ও ২৫টি ধাতব পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায় বলে জানান তিনি।

আটক দুজন হলেন- জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম স্বাধীন ও শ্রমিক লীগ কর্মী ইমরান।

এর মধ্যে স্বাধীনকে শনিবার বিকেলের দিকে শহরের ভিক্টোরিয়া রোডেএবং ইমরানকে নিরালা মোড় থেকে আটক করা হয় বলে জানান ওসি।  

“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে জেলা শ্রমিক লীগের কার্যালয় এলাকায় অভিযান চালানো হয়। ওই অফিসের পাশে পাবলিক টয়লেটের ছাদ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।”

এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।