চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

সড়ক সংস্কার ও পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেয়াসহ পাঁচ দাবিতে আগামী ১৬ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 03:15 PM
Updated : 25 Oct 2014, 03:15 PM

শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বত্য জেলার খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি, কক্সবাজার জেলাসহ বৃহত্তর চট্টগ্রাম এ ধর্মঘটের আওতায় থাকবে।

“ফেডারেশনের অন্তর্ভুক্ত ৩৬টি শ্রমিক সংগঠন একযোগে এ ধর্মঘট আহ্বান করেছে। ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে।”

তাদের দাবিগুলো হল-অবিলম্বে সড়ক-মহাসড়ক সংস্কার, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, শ্রমিকদের ওপর হয়রানি-চাঁদাবাজি-নির্যাতন বন্ধ করা, দুর্ঘটনায় শুধু চালকদের দায়ী করে শাস্তি বাড়ানোর প্রস্তাব বাতিল এবং অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

বাস, ট্রাক, মিনিবাস ও সব ধরনের গণপরিবহনের শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নেবেন বলে জানান মৃণাল চৌধুরী।