সালাহ্‌উদ্দীন ও বজলুরের স্মরণে মিলাদ

জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্‌উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রীর সাবেক লিঁয়াজো অফিসার বজলুর রহমানের আত্মার শান্তি কামনা করে মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 05:03 PM
Updated : 24 Oct 2014, 05:03 PM

শুক্রবার আসরের নামাজের পর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত এই মিলাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। 

এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পী হাশেম খান, কবি রবিউল হোসেন এবং প্রয়াত দুইজনের পরিবারের সদস্যরা মিলাদে উপস্থিত ছিলেন।

মিলাদে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক এ এফ সালাহ্‌উদ্দিন আহমেদ বর্ণময় জীবনের অধিকারী ছিলেন। সুদীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি, বাংলাদেশ জাতিসংঘ সমিতির চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সদস্য পরিচালক ছিলেন।

২০১১ সালে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত ইতিহাসবেত্তা সালাহ্উদ্দীন আহমদ গত ১৯ অক্টোবর  বার্ধক্যজনিত কারণে মারা যান।

এর ঠিক একদিন পরেই ২০ অক্টোবর বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বজলুর রহমানের।

মিলাদ শেষে প্রধানমন্ত্রী প্রয়াতদের পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্তনা জানিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।