নাটোরে নিহতদের পরিবারকে অনুদানের চেক হস্তান্তর

নাটোরে দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে একলাখ টাকার চেক দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 03:06 PM
Updated : 24 Oct 2014, 03:06 PM

শুক্রবার বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৫ পরিবারকে চেক হস্তান্তর করা হয়।

এছাড়া একটি পরিবারের চেক ফেনীর জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হবে বলে জানানো হয়।

নাটোর জেলা প্রশাসক মশিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী ওবায়দুল কাদের নিহত ৩৫ পরিবারের প্রত্যেককে এক লাখ টাকা করে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এছাড়া নিহত এক ব্যক্তির বাড়ি ফেনী জেলায় হওয়ায় তার টাকা সেখানকার জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার (২০ অক্টোবর) বিকালে দুর্ঘটনা ঘটার পর ওই রাতেই তিনি দুর্ঘটনাস্থলে এসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন।

চেক বিতরণের অগে মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে যতটুকু কঠিন হওয়া দরকার আমরা তা হব। আমরা ইতোমধ্যে চালকদের প্রশিক্ষণ জোরদারের উদ্যোগ নিয়েছি, জনসচেতনতা বাড়াতে শিক্ষা পাঠ্যসূচিতে ট্রাফিক আইন যুক্ত করার প্রস্তাব দিয়েছি। প্রচলিত আইন সংশোধন করে বাস্তবসম্মত আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে।” 

তিনি আরও বলেন, প্রতিশ্রুত অনুদানের টাকা মাত্র তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়ার মাধ্যমেও তারা রেকর্ড সৃষ্টি করেছেন।