‘নাশকতার পরিকল্পনা’, ১০ শিবিরকর্মী আটক

বরিশালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 10:10 AM
Updated : 24 Oct 2014, 10:10 AM

পুলিশ জানায়, শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে নগরীর রূপাতলী কাঠালতলা এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়।

এ সময় বিপুল সংখ্যক জেহাদি বই, লিফলেট, সংগঠনের মাসিক চাঁদা আদায়ের রেজিস্টার খাতাসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার হয়।

আটকরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষার্থী হাফিজুর রহমান (১৮), রুবেল হোসাইন (২০), জসিম উদ্দিন (১৮), মো. আসাদুজ্জামান (১৮),  তুহিন হোসাইন (২০), রাজগুল (১৯), শাহরিয়ার ইসলাম (২০), বিএম কলেজের দুই ছাত্র তাকদীর হোসেন (২১) ও  মো. শাহীন (২১) এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র মাহাবুব আলম (১৫)।

কোতোয়ালি ওসি সাখাওয়াত হোসেন জানান, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে রোববারের ডাকা হরতালকে কেন্দ্র করে জুম্মার নামাজের পর নগরীতে নাশকতার পরিকল্পনা করছিল শিবিরকর্মীরা।

এমন খবর পেয়ে রূপাতলী কাঠালতলা এলাকার মিজানুর রহমান তছলিমের ভাড়া মেসে অভিযান চালায় পুলিশ।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।