ইয়াবা উদ্ধার: মিয়ানমার নাগরিকসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফ থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও সাড়ে চার লক্ষাধিক টাকা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় তিন মিয়ানমার নাগরিকসহ চার ব্যক্তিকে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 09:09 AM
Updated : 24 Oct 2014, 09:09 AM
আটক মিয়ানমারের নাগরিকরা হলেন- ইসমাঈল (২১), নূর ইসলাম (৩০) ও মো. রফিক(১৮)। এছাড়া মো. ইসমাঈল (৫২) নামে আটক অপরজন হলেন টেকনাফ পৌরসভার উত্তর চৌধুরীপাড়া এলাকার মো. ছিদ্দিকের ছেলে।

টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন খবর পেয়ে টেকনাফের জালিয়াপাড়ার এলাকায় অভিযান চালানো হয়।

"এ সময় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও চার লাখ ৫৬ হাজার ৫০০ টাকাসহ ওই চারজনকে আটক করা হয়। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে টেকনাফ মো. আমিন নামে আরেকজন পালিয়ে যায়।"

লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, আটক চারজন ও পলাতক আমিনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।