খ্রিস্টানদের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবি

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার বেঙ্গল ইভানজেলিস্ট মিশনের  জমি অবৈধ দখলদার মুক্ত করার দাবি জানিয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:28 PM
Updated : 23 Oct 2014, 03:28 PM
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কুয়াডাঙা এলাকার ইয়ং মেন ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন থেকে ওই জমিতে স্থাপনা নির্মাণ বন্ধেরও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে খ্রিস্টান ফেলোশিপ গোপালগঞ্জের সাধারণ সম্পাদক রেভারেন্ড ম্যানুয়েল মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় বেঙ্গল ইভানজেলিস্ট মিশনের জায়গা গোপালগঞ্জ সদর উপজেলার ঘড়ইগাতী গ্রামের কাজী বেলায়েত হোসেন, কাজী আবুল বাসার ও কাজী আবুল কালাম নামের তিন ভাই অবৈধভাবে দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করছেন।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এছাড়া স্যামুয়েল এস বালা, পাস্টার অনুকুল বিশ্বাস ও রিচার্ড ক্লাইভ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলার বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।