গ্যাকো ফার্মাসিউটিক্যালসের ৭ জনের বিরুদ্ধে মামলা

ভেজাল ওষুধ বিক্রির অপরাধে গ্যাকো ফার্মাসিউটিক্যালসের সাত কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:26 PM
Updated : 23 Oct 2014, 03:34 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে এই অভিযোগ করেন আইনজীবী জামাল হোসেন।

বাদির আইনজীবী ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরস্পর যোগসাজশে মেয়াদোর্ত্তীণ, রং পরিবর্তন হওয়া ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অভিযোগটি করা হয়।

“আদালত অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।”

মামলার আসামিরা হলেন- গ্যাকো ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক ওমর ফারুক, পরিচালক আবু বকর ছিদ্দিক, উপ-মহাব্যবস্থাপক অনোয়ার মোরছালিন, ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন, পিএমডি আবু বাকের, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক অনিমেষ বড়ুয়া ও ডিপো ইনচার্জ অপু বড়ুয়া।

আইনজীবী ফরিদ উদ্দিন বলেন, বাদি সম্প্রতি গ্যাকোর একটি এড্রিন ইনজেকশন কেনেন। ওষুধটির রং পরিবর্তিত, মেয়াদোর্ত্তীণ ও শ্যাওলা পড়া ছিল।

“জীবন রক্ষাকারী ওষুধ জীবন হরণকারীতে পরিণত হতে পারে। তাই বাদি মামলাটি করেছেন।”