ভুয়া মানচিহ্ন ব্যবহারে ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

ভুয়া মানচিহ্ন ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বিক্রির অভিযোগে চট্টগামের ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:23 PM
Updated : 23 Oct 2014, 03:23 PM
বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে বিএসটিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. সাফায়েত হোসেন এসব মামলা করেন।

আসামিরা হলেন- কাদের টাওয়ারের দায়সি লাইটিং অ্যান্ড ইকুইপমেন্টসের বিপ্লব কুমার চৌধুরী, স্বপন কান্তি দে, সানপ্লাস কর্পোরেশনের নূর মোহাম্মদ, গোলাম রসুল মার্কেটের এম হোসাইন স্টোরের মোহাম্মদ হোসাইন, দেশ মার্কেটের পাওয়ার প্যাক এনার্জির মিন্টু দে এবং চেমন ইলেকট্রিক্যাল ম্যানুফেকচারিংয়ের মো. ফরিদ।

বিএসটিআইয়ের চট্টগ্রামের উপ-পরিচালক (মেট) শওকত ওসমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর জুবিলী রোড এলাকার কাদের টাওয়ার, রেয়াজউদ্দিন বাজার, গোলাম রসুল মার্কেট এলাকায় চালানো অভিযানে গুণগত মান যাচাই না করে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের লাইট বিক্রি করতে দেখা যায়।

“গুণগত মান যাচাই না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের ছয়জন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।”