গাজীপুরে পিটুনিতে নিহত ১   

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 02:50 PM
Updated : 23 Oct 2014, 02:50 PM
পৃথক আরেকটি ঘটনায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার পূর্ব কালামপুরে পৃথক এলাকায় ঘটনা দুটি ঘটে বলে জানান কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল।

নিহতের নাম মো. মোস্তফা মিয়া (৪০)। মুন্সিগঞ্জের লৌহজং থানার বোকদা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।  

এছাড়া গ্রেপ্তার সোলাইমান শেখের (২০) বাড়ি সাতক্ষীরার পালশতৈল এলাকায়।

এসআই আতিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভোরে স্থানীয় জামালউদ্দিনের মুদি দোকানে কয়েকজন দুর্বৃত্ত হানা দেয়।

এলাকাবাসীর ধাওয়ায় অন্যরা পালাতে পারলেও মোস্তফা ধরা পড়েন। পরে এলাকাবাসী তাকে পেটালে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মোস্তফার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বেলা ২টার দিকে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে ছিনতাইকারী সোলাইমান সাহেবাবাদ যাওয়ার কথা বলে একটি মোটরসাইকেল ভাড়া করেন।

কালামপুর শিল্পকুঞ্জ গজারী বন এলাকায় গেলে চালক রাসেল মিয়াকে (২৮) ছুরিকাঘাত করে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করেন সোলাইমান। রাসেল আহত অবস্থায় ছিনতাইকারীকে ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ওই যুবককে পিটিয়ে পুলিশে দেয়।

আহত চালককে ঢাকা মেডকেল কেলজ হাসপাতালে পাঠায় পুলিশ।

রাসেলের বাড়ি সাহেবাবাদ এলাকায়।

চোর সন্দেহে পিটুনির ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানান এসআই আতিকুর।