আরও ১৩  ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ তৃতীয় দফায় আরও ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 02:48 PM
Updated : 23 Oct 2014, 02:48 PM
বৃহস্পতিবার বিকালে আটক জেলেদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তরের পর একটি মামলা করা হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ৪১ ভারতী জেলেকে আটক করা হলো।

নৌবাহিনীর বরাত দিয়ে মংলা থানার এএসআই মঞ্জুর এলাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মংলা বন্দরের ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহল দিচ্ছিল নৌবাহিনীর একটি দল।

এসময় বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকাররত এফবি যমুনা নামের একটি ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করে তারা।

শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানান এএসআই।

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৮ নং গঙ্গাধরপুর গ্রামের মনমোহন দাসের ছেলে বিমল দাস (৬০), মনোরঞ্জন বিশ্বাসের ছেলে বাসুদেব বিশ্বাস (২৮), তিলকচন্দ্রপুর গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে নিখিল বিশ্বাস (৫০), বিশ্ব কলোনীপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে বাচ্চু পাল (২৫), অক্ষয়নগর গ্রামের সুরেশ্বর দাসের ছেলে বিমল দাস (২৬) ও কানাই লাল দাসের ছেলে অজয় দাস (৪৫)।

৮নং কালিনগর গ্রামের নিরোধ দাসের ছেলে বলরাম দাস (২৬), জগদীশ দাসের ছেলে বাদল দাস (৩০), নিরোধ দাসের ছেলে সুবাস দাস (৩৬), দক্ষিণ গোবিন্দপুর গ্রামের চাঁদু দাসের ছেলে নন্দন দাস (৩০), গণেশপুর গ্রামের সম্ভুনাথ বাগের ছেলে মলয় বাগ (৩৫), দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামের জয়দেব দাসের ছেলে মনোজ দাস (২৮) এবং আমোটিয়া গ্রামের সরল কুমার শর্মার ছেলে সঞ্জয় কুমার শর্মা (২৫)।

গত ১৭ ও ১৯ অক্টোবর একই এলাকা থেকে ট্রলারসহ ২৮ জেলেকে আটক করে নৌবাহিনী। তারা বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে আটক রয়েছেন।