শ্যামলী থেকে ব্যবসায়ী ‘অপহৃত’

রাজধানীর শ্যামলী থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 02:30 PM
Updated : 23 Oct 2014, 02:30 PM
স্বজনরা বলছেন, জয়নাল আবেদীন(৩৪) নামের ওই ব্যবসায়ী বুধবার বিকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। রাতে অপহরণকারীরা টেলিফোনে তার মুক্তির বিনিময়ে দশ লাখ টাকা দাবি করে।

দশ বছর সিঙ্গাপুরে থাকার পর গত বছর দেশে ফেরেন জয়নাল। ছয় মাস আগে শ্যামলী ২ নম্বর রোডে একটি ‘জেনারেল স্টোর খোলেন। বিয়ে করেন তিন মাস আগে।

তার মামা দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে নিজের দোকান থেকে বাসায় খেতে আসেন জয়নাল। বিকালে আবার বের হওয়ার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। 

জয়নালের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়ে সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার ভাই ফারুক হোসেন।

রাতে জয়নালের মোবাইল নম্বর থেকে তার স্ত্রীর মোবাইলে ফোন আসে। জয়নাল নিজেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। দশ লাখ টাকা দিয়ে তাকে মুক্ত করতে হবে। তা না হলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে।  

শেরেবাংলা নগর থানা ও র‌্যাব কার‌্যালয়ে বৃহস্পতিবার ‘অপহরণের বিষয়টি’ জানানো হয়েছে বলে দেলোয়ার হোসেন জানান।

শেরেবাংলা নগর থানার ওসি গোবিন্দ গোপাল বিশ্বাস বলেন, “জয়নালের বিষয়টি পরিবার জানিয়েছে। আমরা তদন্ত করে দেখছি।”