লালমনিরহাটে পোস্ট মাস্টারের কারাদণ্ড

লালমনিরহাটের আদিতমারীতে সরকারি অর্থ আত্নসাতের মামলায় এক পোস্ট মাস্টারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 01:27 PM
Updated : 23 Oct 2014, 01:27 PM
দণ্ডিত ওমর ফারুক (৪৮) কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত গ্রামের প্রয়াত হেদায়ত উল্লার ছেলে এবং আদিতমারী উপজেলা পোস্ট মাস্টার।

বৃহস্পতিবার লালমনিরহাটের বিশেষ জজ (ভারপ্রাপ্ত) সিদ্দিকুল আরেফিন চৌধুরীর আদালত এ দণ্ড দেয়।

দণ্ডিতকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগ করতে হবে।

এছাড়া আত্নসাতকৃত সরকারি অর্থ ছয় মাসের মধ্যে পরিশোধেরও নির্দেশ দেয়া হয়। এ অর্থ ছয় মাসের মধ্যে পরিশোধ না করলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামের আদেশ দেওয়া হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মশিউর রহমান জানান, ২০১১ সালে আদিতমারী ডাকঘরের ১৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা নিয়ে উধাও হন পোস্ট মাস্টার ওমর ফারুক।

এ ঘটনায় লালমনিরহাট জেলা ডাকঘরের পরিদর্শক আম্বর আলী বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।