হিরণ পয়েন্টে ডুবোচরে জাহাজ আটকা

বাগেরহাটের মংলা বন্দর থেকে কিছু দূরে কোরিয়ার পতাকাবাহী একটি সারবাহী জাহাজ ডুবোচরে আটকে আছে দুদিন থেকে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 12:57 PM
Updated : 23 Oct 2014, 12:57 PM
বুধবার সকালে বন্দরের প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে ‘ওশান স্টার’ নামের জাহাজটি আটকা পড়ে।

মংলা বন্দরের হারবার মাস্টার কে এম আকতারুজ্জামান জানান, কোরিয়ার পতাকাবাহী ‘ওশান স্টার’ মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

বুধবার সকাল ১০টার দিকে হিরণ পয়েন্টের জুলফিকার চ্যানেলের ১২ নং বয়ার কাছে প্রবল স্রোতের মুখে একটি ডুবোচরে আটকে যায়।

ওই জাহাজে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আমদানি করা ১৯ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাহাজের স্থানীয় এজেন্ট ওই জাহাজ থেকে সার খালাস করার ব্যবস্থা করছেন।

আকতারুজ্জামান আরও জানান, জাহাজটি চ্যানেলে আটকা পড়লেও অন্য জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।