শিশুর মৃত্যু, চাঁদপুরে হাসপাতালে ভাংচুর

শিশুর মৃত্যুর ঘটনায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভাংচুর চালিয়েছে স্বজনরা। এর প্রতিবাদে দুইঘণ্টা কর্মবিরতি করেছেন চিকিৎসকরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 12:01 PM
Updated : 23 Oct 2014, 12:32 PM

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদরের গুনরাজদীর মজিব ভূঁইয়ার ছেলে সিয়াম (২) পুকুরের ডুবে যায়।

হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

"এ ঘটনায় সিয়ামের স্বজনরা জরুরি বিভাগের কক্ষ, হাসপাতালের আঙিনায় থাকা অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারসহ দুটি গাড়ি ভাংচুর করে।"

হামলা ও ভাংচুরের প্রতিবাদে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন বলে জানান ওসি কাইয়ুম।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত জানান, জরুরি বিভাগে বিক্ষুব্ধ স্বজনদের হামলায় সাদেক ও সালামত নামের দুই ব্রাদার আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. প্রদীপ জানান, হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি কাইয়ুম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।