যুদ্ধাপরাধী গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি

একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত ৯২ বছর বয়সী গোলাম আযমের শারীরিক অবস্থার  অবনতি ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 11:33 AM
Updated : 23 Oct 2014, 12:22 PM

তবে জামায়াতগুরুর অবস্থাকে সঙ্কটাপন্ন এখনই বলতে চাইছেন না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া।

মুক্তিযুদ্ধকালে জামায়াতের আমির বিচারাধীন অবস্থা থেকে এই হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন। গত বছরের ১৩ জুলাই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের পরও সেখানেই রাখা হয়েছে তাকে।

ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রসিকিউশন ও আসামি পক্ষের আপিলের শুনানির দিন ঠিক হওয়ার পর গোলাম আযমের অবস্থার অবনতি ঘটার খবর প্রকাশ পেল।  

হাসপাতাল পরিচালক মজিদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “তার প্রেসার কমে যাচ্ছে।ওষুধ দিয়ে প্রেসার স্বাভাবিক রাখা হচ্ছে। ওষুধ না পড়লে প্রেসার সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। এক কথায় ওষুধ দিয়ে টিকিয়ে রাখা হয়েছে তাকে।”

“তবে তার শারীরিক অবস্থাকে সঙ্কটাপন্ন বলা যাবে না। অবস্থার অবনতি হয়েছে বলা যাবে। কারণ তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি।”

বুধবার বিকাল থেকে গোলাম আযমের কথা বলায় জড়তা দেখা যাচ্ছে বলে মজিদ ভূইয়া জানান।

গোলাম আযম এখন আইসিইউতে রয়েছেন। তার কিডনির সমস্যাও রয়েছে।

গোলাম আযমের মতো আব্দুল আলীমেরও যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। কারভোগ করা অবস্থায়ই কয়েকমাস আগে মৃত্যু হয়েছে তার।