নানা আয়োজনে আশা ইউনিভার্সিটির বর্ষপূর্তি উদযাপন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো বেসরকারি আশা ইউনিভার্সিটি বাংলাদেশের অষ্টম বর্ষপূর্তি ‘আশাইউবি-ডে ২০১৪’।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 10:43 AM
Updated : 23 Oct 2014, 10:43 AM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন-কবুতর উড়িয়ে এবং কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সফিকুল হক চৌধুরী।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি আনন্দ শোভাযাত্রা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজন আলোচনা সভায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সফিকুল হক চৌধুরী, উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, ট্রেজারার অধ্যাপক একেএম হেলাল উজ জামান, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।