ফেনীতে ছুরিকাহত স্বর্ণকারের মৃত্যু 

ফেনীতে দুর্বৃত্তের ছুরিতে আহত স্বর্ণকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 10:06 AM
Updated : 23 Oct 2014, 10:06 AM
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ বাবুল (৩৭)।

বাবুল ফেনী সদরের লেমুয়া কসকা এলাকার বজলের রহমানের ছেলে ও  কসকা বাজারের সততা শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী।

লেমুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে বাবুলের মৃত্যু হয়েছে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, গত রোববার (১৯ অক্টোবর) দুপুরে শহরের ট্রাংক রোড় এলাকার সৌদিয়া হোটেলের সামনে ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণকার মোহাম্মদ বাবুলকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়, পরে যেখান থেকে তাকে ফেনী সদর হাসপতালে ভর্তি করা হয়।

এরপর অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়।