টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে আহত

গাজীপুরের টঙ্গীতে একটি সংবাদপত্রের স্থানীয় প্রতিনিধিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 05:10 AM
Updated : 23 Oct 2014, 05:10 AM

বুধবার রাত পৌনে ৯টার দিকে চেরাগআলী ওয়াপদা অফিসের সামনে এ হামলার শিকার আজিজুল হককে রাতেই টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী হাসপাতালের চিকিৎসক মাহবুব রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (আজিজুল) শরীরে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কাঁধ ও চোখের জখম গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

দৈনিক নয়াদিগন্তের টঙ্গী সংবাদদাতা আজিজুল রাতে টঙ্গী প্রেসক্লাব থেকে আউচপাড়ার ফেরার পথে আক্রান্ত হন। ১০/১২ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী প্রেসক্লাব সভাপতি শাহজাহান সিরাজ সাজু, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, শামসুল হক ভূইয়াসহ অন্য সাংবাদিকরা আজিজুলকে দেখতে হাসপাতালে যান।

তারা আজিজের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান।