‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে ঢাকায় ব্যবসায়ী অপহরণ

রাজধানীর বিজয়নগরে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 07:07 PM
Updated : 22 Oct 2014, 07:12 PM

আবদুল্লাহ আল মামুন (৩২) নামের ওই ব্যবসায়ী বিজয় নগরের স্কাই ট্রাভেলসের মালিক।

বুধবার রাতে তার ভাই ইমদাদুল হক খোকন অপহরণের অভিযোগের অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেছেন।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাইকে অপহরণের অভিযোগে ইমদাদুল হক পল্টন থানায় একটি মামলা করেছেন। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।”

আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তিনি ঢাকার খিলগাঁওয়ে থাকতেন। বড় ভাই ইমদাদুল হকও ফকিরাপুলে পরিবহন ব্যবসা করেন।

ইমদাদুলের বরাত দিয়ে তার বন্ধু নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর দেড়টার দিকে ৭/৮জন যুবক স্কাই ট্রাভেলসের অফিসে যান। গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তারা মামুনকে একটি কালো মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ৫৩-৬৭৫৪) তুলে নিয়ে যান।”

এর পরই পরিবারের পক্ষ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান স্বজনরা। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে কিছু জানেন না তারা।