হত্যার অভিযোগ: ৯ দিন পর তরুণীর লাশ উদ্ধার

দাফনের নয়দিন পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক তরুণীর লাশ কবর থেকে তুলেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 04:25 PM
Updated : 22 Oct 2014, 04:25 PM

মৃত পারভিন আক্তার বালি (২০) উপজেলার দক্ষিণ জলদি ইউনিয়নের রঙ্গিয়াঘোনার ইলিয়াছের মেয়ে। 

বুধবার দুপুরে রঙ্গিয়াঘোনা এলাকা থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ ঘটনায় পুলিশ পারভিনের বাবাসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছে। 

বাঁশখালী থানার এসআই রতেপ চন্দ্র দাশ কৌশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ১২ অক্টোবর পারভিনের মাথায় আঘাত করে পরিবারের সদস্যরা। গুরুতর অসুস্থ অবস্থায় বালিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে বাড়িতে আনার পর ১৪ অক্টোবর তার মৃত্যু হয়।

এসআই রতেপ বলেন, “মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য পারভিনের লাশ দাফন করে ফেলে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় পারভিনের বাবাসহ তিনজনের নাম উল্লেখ করে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এই পুলিশ কর্মকর্তা জানান, চট্টগ্রাম শহরে একটি পোশাক কারখানায় কাজ করার সময় রুবেল নামে এক ছেলের সঙ্গে পারভিনের বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি শিশু সন্তান আছে।

স্বামী ‘নিরুদ্দেশ’ হয়ে যাওয়ায় গত রমজান মাসে পারভিন তার শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। তখন থেকে বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বিবাদ শুরু হয়।