অর্থ আত্মসাতের দায়ে চট্টগ্রামে ২ ব্যাংক কর্মকর্তার সাজা

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় প্রায় ১৪ বছর পর রূপালী ব্যাংকের সাবেক দুই নারী কর্মকর্তাকে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 04:23 PM
Updated : 22 Oct 2014, 04:23 PM

বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপালী ব্যাংক জুবিলী রোড শাখার সাবেক কর্মকর্তা পূরবী দেবী বড়ুয়া ও কানিজ ফাতে‍মা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, পারস্পরিক যোগসাজোশে বিভিন্ন গ্রাহকের দেয়া ৮১ হাজার ৩০০ টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দণ্ডিত করেন।

আদালত কানিজ ফাতেমাকে এক বছর এবং পুরবী বড়ুয়াকে দুই বছরের সাজা দিয়েছেন।

“পাশাপাশি আত্মসাতের সমপরিমাণ অর্থ তাদের কাছ থেকে সমভাবে আদায়ের নির্দেশ দিয়েছেন,” বলেন আইনজীবী মেজবাহ।

রায় ঘোষণার সময় আদালতে কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন। আদালত তাকে আপিলের শর্তে জামিন দিয়েছেন। অন্য আসামি পূরবী দেবী বড়ুয়া পলাতক।

২০০০ সালের জুলাই মাসে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর চট্টগ্রাম কার্যালয়ের এক কর্মকর্তা এ মামলা করেন।