আইনজীবী নেতা আবুল খায়েরের মৃত্যু

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভাষাসৈনিক আবুল খায়ের আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 11:18 AM
Updated : 22 Oct 2014, 11:37 AM

৮০ বছর বয়সে মস্তিস্কের রক্তক্ষরণে বুধবার তার মৃত্যু হয়েছে। গত ১৭ অক্টোবর কানাডা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।

বুধবার দুপুরে ঢাকার উত্তরার বাসায় আবুল খায়ের আবার অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মসজিদে জানাজা শেষে উত্তরা কবরস্থানে দাফন করা হয় আবুল খায়েরকে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কুমিল্লার নাঙ্গলকোটের ধাতিশ্বর মিয়া বাড়ির অ্যাডভোকেট আহমদ উল্লাহর মেজ ছেলে আবুল খায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে এসএম হলের ছাত্র ছিলেন আবুল খায়ের। কার্জন হল থেকে ভাষা আন্দোলনের মিছিলেও তিনি অংশ নিয়েছিলেন। ওই মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক নিহত হন।

মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী আবুল খায়েরকে কুমিল্লার রেইস কোর্সের বাসা থেকে গ্রেপ্তার করেছিল।

প্রবীণ এই আইনজীবী কুমিল্লা ল কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেছিলেন।

আবুল খায়ের ইন্টারন্যাশনাল এ্যাপেক্স ক্লাবের দীর্ঘ সময় গভর্নর ছিলেন। কুমিল্লা রাইফেলস ক্লাবের সভাপতিও ছিলেন তিনি।

বিভিন্ন দেশের ডাকটিকিট সংগ্রহকারীদের সংগঠন বাংলাদেশ ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও ছিলেন তিনি। তিনি বাংলা একাডেমিরও আজীবন সদস্য ছিলেন।