হল-মার্কের জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র

সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে আলোচিত হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য না দেওয়ার মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 11:03 AM
Updated : 22 Oct 2014, 11:07 AM

বুধবার কমিশনের উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ ঢাকার মুখ্য মহানগর আদালতে এই অভিযোগপত্র জমা দেন বলে জানিয়েছেন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা গোপাল চন্দ।

দুদকের এক কর্মকর্তা জানান, গত ১৬ অক্টোবর এই অভিযোগপত্র কমিশনে অনুমোদন হয়েছিল।

তিনি আরও জানান, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামের নামে-বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য গত বছর কমিশন পেয়েছিল।

এর সত্যতা যাচাই করতে ২০১৩ সালের ১৩ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিল কমিশন।

কিন্তু নির্ধারিত সময় পরও জেসমিন সম্পদ বিবরণী না দেওয়ায় ওই বছর ১২ ডিসেম্বর রমনা থানায় মামলা করেন দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবেদিন।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় হল-মার্ক এবং এর সহযোগী ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১২ সালে ৩৮টি মামলা করে কমিশন।

এর মধ্যে ২৭টি মামলার অভিযুক্ত আসামি জেসমিন বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে আছেন।