গাজীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩০ জন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 10:15 AM
Updated : 22 Oct 2014, 10:15 AM
সালনা মহাসড়ক থানার ওসি শাহরিয়ার হাসান জানান, বুধবার বেলা দেড়টার দিকে মহাসড়কে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় বগুড়াগামী একতা এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় একতা এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে থাকা একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়।

এতে বাসের যাত্রী ও পথচারীসহ ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়।

বিনিময় পরিবহনের চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।